ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তাঁত মেলায় নামে চলছে অবাধে জুয়া

প্রকাশিত: ২৩:১০, ২৭ অক্টোবর ২০১৬

তাঁত মেলায় নামে চলছে অবাধে জুয়া

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ শহরের শহীদ এম মনসুর আলী কলেজ প্রাঙ্গণে এক মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা চলছে। মেলার নামে চলছে লটারি জুয়া। প্রশাসনের নাকের ডগায় জুয়ার জমজমাট প্রচার প্রচারণা চললেও পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভাণ করছে। মীরপুর তাঁত শিক্ষা ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। ১৪ অক্টোবর এ মেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এম,পি। মেলা শুরুর ৩-৪ দিন পর থেকেই তামান্না র্যা ফেল ড্রর নামে ২০ টাকা করে টিকিট বিক্রি চলছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ১’শ অটোবাইকে শহরসহ জেলার সর্বত্র মাইকিং করে বিক্রি করা হচ্ছে জুয়ার টিকিট। প্রতিদিন জুয়াতে মোটরসাইকেল, ফ্রিজ, সোনার নেকলেসসহ লোভনীয় পুরষ্কার। প্রতিদিন রাতেই মেলা প্রাঙ্গণে এ লটারির ফলাফল স্থানীয় পিসিবি চ্যানেলে প্রচার করা হচ্ছে। পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর জানিয়েছেন, অবৈধ কোন কাজ করতে দেয়া হবে না, তিনি বলেন এভাবে লটারি বিক্রি করে জুয়া চালানো হচ্ছে এ বিষয়টি আমার জানা নেই। তিনি আরও বলেন, কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে’। জেলা প্রশাসক চান লিখিত অভিযোগ, পুলিশ সুপার বিষয়টি জানেনই না। এমন বক্তব্যে নিন্দা জানিয়েছেন ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষকসহ নানা পেশার মানুষ। প্রকাশ্যে লটারির টিকিট মাইকিং করে বিক্রি করা এবং প্রতিরাতে স্থানীয় পি সি ভি চ্যানেলে সরসরি লটারির ড্র অনুষ্ঠান দেখানোর পরও প্রশাসনের দুজন উর্ধতন কর্মকর্তার এমন বক্তব্যে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।
×