ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় সাইকেল র‌্যালী

প্রকাশিত: ২২:২৬, ২৭ অক্টোবর ২০১৬

গাইবান্ধায় সাইকেল র‌্যালী

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল ও সুন্দরবন রক্ষার দাবিতে আজ বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবের সামন থেকে একটি সাইকেল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সুন্দরবন রক্ষা আন্দোলন গাইবান্ধা কমিটি এই র‌্যালীর আয়োজন করে। র‌্যালীর উদ্বোধন করেন তেল-গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য আহসানুল হাবীব সাঈদ। র‌্যালী পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নিলুফার ইয়াসমিন শিল্পী, কেন্দ্রীয় সংগঠক মিজানুর রহমান, সুন্দরবন রক্ষা আন্দোলনের উদ্যোক্তা মাহবুব আলম মিলন, শাহীন আলম, ছাত্রফ্রন্ট জেলা সভাপতি শামিম আরা মিনা, সাধারণ সম্পাদক পরমানন্দ দাস প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে সুন্দরবন রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের জোর দাবি জানান। সেইসাথে দেশের সকল বিবেকবান মানুষকে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
×