ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় নারী পোশাক কর্মী নিহত

প্রকাশিত: ০৮:০৩, ২৭ অক্টোবর ২০১৬

গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় নারী পোশাক কর্মী নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে বুধবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ইশরাত জাহান নামে এক নারী পোশাক কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সে ময়মনসিংহের নওপাড়ার সেলিম মিয়ার স্ত্রী এবং শ্রীপুরের এমসি বাজার এলাকায় আদিব ডাইং কারখানার শ্রমিক। মাওনা হাইওয়ে থানার ওসি জানান, বুধবার সন্ধ্যায় কারখানা ছুটির পর বাসায় যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ইশরাতকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×