ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভোক্তা অধিকার সেমিনার

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ অক্টোবর ২০১৬

ভোক্তা অধিকার সেমিনার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘জনসচেতনতার অভাবে ভোক্তা অধিকার ব্যাহত হচ্ছে, তাই প্রচার-প্রচারণা জরুরী।’ সোমবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভোক্তা অধিকার বিষয়ক সেমিনারে’ বক্তারা এ মত দেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন-উল হাসানের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। আরও বক্তব্য দেন খুলনা বিভাগীয় ভোক্তা অধিকার অধিদফতরের পরিচালক এস এম নাজিমুল ইসলাম, জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, জেলা তখ্য অফিসার মোঃ কামরুজ্জামান, চেম্বারের সভাপতি শাজাহান মিনা প্রমুখ। জুতার ভেতরে সোনার বার নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৪ অক্টোবর ॥ দাউদকান্দিতে ১১৩ ভরি স্বর্ণসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রবিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোল প্লাজায় ঢাকাগামী সুজন ধর (৩১) নামের এক যাত্রীর জুতার ভিতর তল্লাশি চালিয়ে ১ কেজি ২০ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করে। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা। আটককৃত সুজন ধর চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার হরিপুর গ্রামের মৃত রবীন্দ্র ধরের ছেলে।
×