ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশে থেকে দলীয় পদে থাকা ঠিক না: জয়

প্রকাশিত: ০১:৪২, ২৩ অক্টোবর ২০১৬

বিদেশে থেকে দলীয় পদে থাকা ঠিক না: জয়

অনলাইন ডেস্ক ॥ কাউন্সিলে তৃণমূল নেতাদের জোড়ালো দাবি ছিলো প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে যেন এখনই আওয়ামী লীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়। কিন্তু এখনই আওয়ামী লীগের কমিটিতে আসতে অনাগ্রহ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পুত্র জয়। যুক্তরাষ্ট্র প্রবাসী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জয় বলেছেন, ‘বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক না। আমি দলের জন্য দেশের জন্য কাজ করতে চাই।’ রবিবার বিকালে আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে দলের গবেষণা সেল সিআরআইয়ের স্টলে গেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। নানা ও মায়ের দল আওয়ামী লীগের সম্মেলনে এবারই প্রথম কাউন্সিলর হয়েছেন জয়। পিতৃভূমি রংপুর থেকে তাকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে। এর আগে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জয়কে দলের দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানান।
×