ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খাদিজার অবস্থার আরও উন্নতি, শীঘ্রই কেবিনে নেয়া হবে

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ অক্টোবর ২০১৬

খাদিজার অবস্থার আরও উন্নতি, শীঘ্রই কেবিনে নেয়া হবে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজার শারীরিক অবস্থার আগের চেয়ে আরও উন্নতি হয়েছে। শীঘ্রই তাকে হাসপাতালের ‘হাই ডিপেন্ডেন্সি ইউনিট’ (এইচডিইউ) থেকে সরিয়ে কেবিনে স্থানান্তর করা হবে। শনিবার বিকেলে খাদিজার সর্বশেষ অবস্থা জানতে চাইলে তার বাবা মাসুক মিয়া দৈনিক জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। মাসুক মিয়া বলেন, খাদিজার অবস্থা আগের চেয়ে অনেক ভাল। তবে তাকে ডাকলে সে শুধু তাকিয়ে থাকে, কথা বলে না। যখন জ্ঞান ফিরে, তখন স্বজনদের দেখে চিনতে পেরে কেঁদে উঠে। তবে সবসময় চিনতেও পারে না। স্কয়ার হাসপাতালের মেডিসিন এ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন জানান, এটি একটি প্রসেস অব রিহেবিলিটেশন। খাদিজার কয়েকটি বড় ধরনের অস্ত্রোপচার হওয়ায় এ রকম হওয়াটাই স্বাভাবিক। ধীরে ধীরে সে সবাইকে চিনতে পারবে। এদিকে খাদিজাকে কিছু দিন আগেও কৃত্রিমভাবে নল দিয়ে খাবার সরবরাহ করা হলেও এখন তাকে কিছুটা শক্ত খাবার দেয়া হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এখন সে চিবিয়ে খেতে পারছে। শনিবার সকালে তাকে জেলি, কেক, পানি ও জুস খাওয়ানো হয়েছে। গত ৪ অক্টোবর বিকেলে স্কয়ার হাসপাতালে তার অস্ত্রোপচারের পর তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে লাইফ সাপোর্ট খুলে দিয়ে এইচডিইউতে নিয়ে পর্যবেক্ষণ করছিলেন ডাক্তাররা। ডাঃ মির্জা নাজিম উদ্দিন বলেন, খাদিজা একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। দিন দিন তার অবস্থার উন্নতি হচ্ছে। তবে তার কথা বলতে এখনও সময় লাগবে।
×