ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবি ক ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

প্রকাশিত: ০৬:০৬, ২১ অক্টোবর ২০১৬

ঢাবি ক ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ক ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর ক ইউনিটে এক হাজার ৭শ’ ৪৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪শ’ ২৭ জন। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ছাত্রছাত্রীদের পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোন ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করবে। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ধফসরংংরড়হ. বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
×