ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেষ ১৯ ম্যাচের ১৬টিতেই জয় পেয়েছেন ড্যানিশ টেনিস তারকা

ক্যারোলিন ওজনিয়াকির সুসময়

প্রকাশিত: ০৫:৫৭, ২০ অক্টোবর ২০১৬

ক্যারোলিন ওজনিয়াকির সুসময়

স্পোর্টস রিপোর্টার ॥ এই মৌসুমের বেশিরভাগ সময়ই ইনজুরিতে ভুগেছেন ক্যারোলিন ওজনিয়াকি। গোড়ালি ও কব্জির ইনজুরির কারণে কোর্টের বাইরে ছিলেন অনেকটা সময়। তবে মৌসুমের শেষ মুহূর্তে যেন দারুণ সময় পার করছেন ডেনমার্কের এই টেনিস তারকা। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে কয়েকদিন আগেই হংকং ওপেনের শিরোপা জিতেছেন তিনি। এর আগে টোকিও ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুলেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। শুধু তাই নয়, মঙ্গলবার থেকে শুরু হয়েছে লুক্সেমবার্গ ওপেন। এখানেও জয় দিয়ে মিশন শুরু করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই। প্রথম পর্বের ম্যাচে ড্যানিশ এই টেনিস তারকা ৬-২ এবং ৬-২ সেটে পরাজিত করেছেন আমেরিকার মেডিসন ব্রেঞ্জেলকে। লুক্সেমবার্গ ওপেনে শুধু ওজনিয়াকি একাই নন, জয় দিয়ে যাত্রা শুরু করেছেন চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, জার্মানির আন্দ্রে পেটকোভিচ এবং হল্যান্ডের কিকি বার্টেন্সের মতো তারকারা। শেষ ১৯ ম্যাচ থেকে এখন ১৬টিতেই জয়ের স্বাদ পেলেন ক্যারোলিন ওজনিয়াকি। চোট কাটিয়ে কিভাবে দারুণভাবে কোর্টে ফিরলেন ওজনিয়াকি? এমন প্রশ্নের জবাবে ২৬ বছর বয়সী নিজের আত্মবিশ্বাসকেই প্রাধান্য দিলেন। তিনি বলেন, ‘আপনি অবশ্যই আপনার শরীর সম্পর্কে জানেন আমিও জানতাম যে, পুরোপুরি ফিট হতে কিছুটা সময় লাগবে। তবে বিশ্বাস ছিল শতভাগ ফিট হয়েই কোর্টে ফিরব। আমি ফিরতে পারব এ বিষয়ে কখনই কোন ধরনের সন্দেহ ছিল না। কারণ সারাজীবনই আমি কঠোর পরিশ্রম করেছি এবং শরীরকে ফিট এবং সঠিকভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছি।’ গত একদশক ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ওজনিয়াকি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করেছেন তিনি। কিন্তু ড্যানিশ এই টেনিস তারকার আক্ষেপ এখন পর্যন্ত কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিততে না পারার। দুইবার মেজর এই শিরোপা জয়ের খুব কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন তিনি। ২০০৯ সালে বছরের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ওজনিয়াকি। কিন্তু সেবার তার সামনে বাধা হয়ে দাঁড়ান অস্ট্রেলিয়ার কিম ক্লাইস্টার্স। যে কারণে স্বপ্ন-ভঙ্গের বেদনায় নিয়ে কোর্ট ছাড়তে হয় তার। ২০১৪ সালে আবারও ইউএস ওপেনের ফাইনালের টিকেট কাটেন তিনি। এবার তার প্রতিপক্ষ হয়ে আসেন সেরেনা উইলিয়ামস। এবারও সেই একই চিত্রনাট্য। আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তির কাছে হেরে যান ক্যারোলিন ওজনিয়াকি। তারপরও দমে যাননি ড্যানিশ টেনিস তারকা। গ্র্যান্ডসøাম জয়ের আশা এখনও তার। তার আগে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ডব্লিউটিএ ফাইনালসে নিজের সেরাটা দেয়ার লক্ষ্য ওজনিয়াকির।
×