ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের সম্মেলনের সফলতা চেয়েছে বিএনপি

প্রকাশিত: ০৪:২০, ১৯ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের সম্মেলনের সফলতা চেয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সফলতা কামনা করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের প্রতি শ্রদ্ধা জানাতে বারিধারার থাই দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করার পর বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সফলতা কামনা করেন। সেই সঙ্গে তিনি ক্ষমতাসীন দলটি দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ফখরুল বলেন, দেশের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের অতীত ভূমিকা রয়েছে। তবে দুর্ভাগ্য হচ্ছে, তাদের হাতেই বার বার গণতন্ত্র আহত ও পরাজিত হয়েছে। এ দলের জাতীয় কাউন্সিলকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করব আওয়ামী লীগের কাউন্সিল সফল হবে। একই সঙ্গে এটাও আশা করি, এ কাউন্সিলের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য তারা তাদের ভূমিকা পালন করবে। বিএনপি শুধু নয়, দেশের মানুষের একটাই প্রত্যাশা, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের নেতৃত্ব উপযুক্ত ভূমিকা পালন করুক। বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করব, জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে আওয়ামী লীগ দেশকে আবার গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসা, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার দায়িত্বটা পালন করবে। দেশে যে সঙ্কট সৃষ্টি হয়েছে এ থেকে বেরিয়ে আসার উদ্যোগ নেবে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সাবিহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শায়রুল কবির খান প্রমুখ। বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল স্টাফ রিপোর্টার ॥ জাতীয় প্রেসক্লাবে ৩১ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এর সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এই নতুন ৩১ তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী এদিন সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে আসবেন উল্লেখ করে প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান বলেন, প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন। প্রেসক্লাব সভাপতি ক্লাব সদস্যদের সাড়ে নয়টার মধ্যে আসন গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। ক্লাব সভাপতি আরও জানান, জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর বা সদস্যদের জন্য এ বছর কোন অনুষ্ঠানসূচী থাকছে না। তবে বিকেলে সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। এরপর ক্লাব সদস্যদের জন্য থাকছে নৈশভোজ। নৈশভোজকালে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এতে দেশের খ্যাতিমান শিল্পীরা অংশ নেবেন।
×