ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শোকবইয়ে পররাষ্ট্রমন্ত্রী

রাজা ভূমিবল ছিলেন মানবতাবাদ ও দয়াশীলতার প্রতীক

প্রকাশিত: ০৪:২০, ১৯ অক্টোবর ২০১৬

রাজা ভূমিবল ছিলেন মানবতাবাদ ও দয়াশীলতার প্রতীক

কূটনৈতিক রিপোর্টার ॥ থাইল্যান্ডের রাজা আদুলিয়াদেজ ভূমিবল ছিলেন মানবতাবাদ ও দয়াশীলতার প্রতীক। তার মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণ গভীর শোকাহত। রাজা ভূমিবলের মৃত্যুতে ঢাকার থাইল্যান্ড দূতাবাসের শোকবইতে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমন অনুভূতি প্রকাশ করেছেন। অপরদিকে ওপিসিডব্লিউর মহাপরিচালকের সঙ্গে এক বৈঠকে রাসায়নিক নিরাপত্তা ও রাসায়নিকের শান্তিপূর্ণ ব্যবহারে ঢাকার দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, থাইল্যান্ডের রাজা ভূমিবলের মৃত্যুতে ঢাকার থাই দূতাবাসের শোকবইয়ে সই করেছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার সকালে বারিধারার থাই দূতাবাসে গিয়ে তিনি এই বইতে সই করেন। শোকবইয়ে পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, রাজা ভূমিবলের মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণ গভীর শোকাহত। তার মৃত্যুতে থাই রাজকীয় পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ। রাজা ভূমিবল ছিলেন দয়াশীলতা ও মানবতার প্রতীক। তার নেতৃত্বের গুণাবলী ও জনগণের প্রতি ভালবাসা শুধু থাইল্যান্ড নয়, এই অঞ্চলেই প্রভাব ফেলেছিল। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ে সিংহাসনে থাকা থাইল্যান্ডের রাজা ভূমিবল মৃত্যুবরণ করেন। তিনি প্রায় ৭০ বছর থাইল্যান্ডের সিংহাসনে ছিলেন। ১৬ ডিসেম্বর ডট বাংলা ডোমেইনের যাত্রা শুরু স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৬ ডিসেম্বর ডট বাংলা (.বাংলা) ডোমেইনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। গত ৫ অক্টোবর দীর্ঘ অপেক্ষার পর ডট বাংলা ডোমেইন ব্যবহারের চূড়ান্ত অনুমোদন পায় বাংলাদেশ। এটি বাংলা ভাষার ক্ষেত্রে আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি। ডট বাংলা ডোমেইন চালুর মাধ্যমে সারাবিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ ইন্টারনেটে নিজের ভাষায় প্রবেশ করতে পারবেন। যেমন বাংলায় ‘ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়’ লিখলেই মন্ত্রণালয়ের ওয়েব সাইট চলে আসবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ডট বাংলা নিয়ে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ডট বাংলা ডোমেইন ব্যবহারে ইতোমধ্যে নীতিমালা ঠিক করা হয়েছে। ডট বাংলা ডোমেইনটির মূল্য নির্ধারণ হবে বোর্ড সভায়। তবে প্রাথমিকভাবে ডট বাংলা ডোমেইন সাবস্ক্রিপশন চার্জ এক বছরের জন্য এর মূল্য ধরা হয়েছে ৫শ’ টাকা ও বিশেষ শব্দের ডোমেইন ন্যাম ১০ হাজার টাকা। ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম (আইডিএন) একটি ইন্টারনেট ডোমেইন নেম সিস্টেম, যা ওয়েব ঠিকানা লিখতে প্রচলিত ইংরেজী ভাষা ছাড়া অন্যান্য ভাষা সমর্থন করে। বাংলাদেশের জন্য ইন্টারনেট কর্পোরেশন অব এ্যাসাইন্ড নেমস এ্যান্ড নম্বর (আইসিএএনএন) বোর্ডের স্বীকৃত দুটি ডোমেইনের একটি হল ডট বিডি (.নফ), অন্যটি ডট বাংলা (.বাংলা)। বিটিসিএলের হিসাবে বর্তমানে ডট বিডির সক্রিয় নিবন্ধন সংখ্যা ৩৬ হাজার ৫শ’। ডট বাংলা আইডিএনের যাত্রা শুরু হলো এবং ‘ডট বাংলা’ ডোমেইন চালুর ক্ষেত্রে এখন আর কোন বাধা নেই। এখান থেকে ডট কম বা ডট বিডি’র মতো ওয়েব এ্যাড্রেসের শেষে ‘ডট বাংলা’ (.নধহমষধ) ব্যবহার করা যাবে।
×