ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে তিন জেএমবি সদস্যের ১০ বছর করে কারাদণ্ড

প্রকাশিত: ০৪:১৬, ১৮ অক্টোবর ২০১৬

খাগড়াছড়িতে তিন জেএমবি সদস্যের ১০ বছর করে কারাদণ্ড

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ নিষিদ্ধ সংগঠন জামাতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)’র ৩ সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদ- দিয়েছে খাগড়াছড়ির বিশেষ ট্রাইব্যুনাল। এছাড়া সাজাপ্রাপ্তদের দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই বছর সশ্রম কারাদ-ের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ ইনামুল হক ভূঁইয়ার বিশেষ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। এ সময় ৩ আসামি উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের বাসিন্দা জেএমবির চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয় শীর্ষ নেতা আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন, মাটিরাঙ্গার শান্তিপুর এলাকা মোঃ ইউনুছ। এর আগে ২৪ সেপ্টেম্বর একই মামলায় এই তিন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৫ জনকে অস্ত্র আইনে ৭ বছর করে কারাদ- দেয় জেলা ও দায়রা জজ মোঃ ইনামুল হকের বিশেষ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের ৯ জনের সাক্ষী শেষে দীর্ঘ ৭ বছর পর রায় ঘোষণা করা হয়।
×