ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাইবেরিয়ার বনে শিশুর ৭২ ঘণ্টা

প্রকাশিত: ০৬:১২, ২৪ সেপ্টেম্বর ২০১৬

সাইবেরিয়ার বনে শিশুর ৭২ ঘণ্টা

তিন বছরের শিশু সেরিন খেলতে খেলতে বুধবার হারিয়ে যায় সাইবেরিয়ার জঙ্গলে। জিরো ডিগ্রী তাপমাত্রা, ভাল্লুক ও নেকড়ের ভয় কাটিয়ে পার করে তিন দিন তিন রাত। এ সময় সে চকোলেট খায় এবং গাছের নিচে ঘুমায়। তার গায়ে ছিল না কোন শীতবস্ত্র। শিশুটিকে উদ্ধারের পর সে প্রথমেই জানতে চায় তার খেলনা গাড়ির কথা। তার টিকে থাকার ক্ষমতায় বিস্মিত সবাই। -সিএনএন
×