ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫ রাজাকারের মামলা চালাতে আইনজীবী নিয়োগের নির্দেশ ॥ যুদ্ধাপরাধী বিচার

প্রকাশিত: ০৫:২৭, ২৩ সেপ্টেম্বর ২০১৬

৫ রাজাকারের মামলা চালাতে আইনজীবী নিয়োগের নির্দেশ ॥ যুদ্ধাপরাধী বিচার

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার পলাতক ৫ রাজাকারের পক্ষে মামলা পরিচালনার জন্য এ্যাডভোকেট গাজী এমএইচ তামিমকে রাষ্ট্রীয় খরচে আইনজীবী হিসেবে নিযুক্ত করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত এই মামলায় আব্দুর রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ৩০ নবেম্বর দিন ঠিক করেছে। অন্যদিকে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই রাজাকার সৈয়দ মোঃ হোসাইন ও মোঃ মোসলেম প্রধানের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৫তম সাক্ষী মোঃ সোরহাব উদ্দিন জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য শনিবার দিন নির্ধারণ করা হয়েছে। সাক্ষী তার জবানবন্দীতে বলেন, রাজাকার সৈয়দ মোঃ হোসাইন, মোঃ মোসলেম ও পাকি আর্মিরা প্যারাভাঙ্গা গ্রামে মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম ও সেলিমকে গুলি করে হত্যা করে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছেন। নেত্রকোনার পূর্বধলা উপজেলার পলাতক ৫ আসামির পক্ষে মামলা পরিচালনার জন্য এ্যাডভোকেট গাজী এমএইচ তামিমকে রাষ্ট্রীয় খরচে আইনজীবী হিসেবে নিযুক্ত করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। কিশোরগঞ্জের দুই রাজাকার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই রাজাকার সৈয়দ মোঃ হোসাইন ও মোঃ মোসলেম প্রধানের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৫তম সাক্ষী মোঃ সোরহাব উদ্দিন জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য শনিবার দিন নির্ধার করা হয়েছে। সাক্ষী তার জবানবন্দীতে বলেন, রাজাকার সৈয়দ মোঃ হোসাইন, মোঃ মোসলেম ও পাকি আর্মিরা প্যারাভাঙ্গা গ্রামে দুই মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম ও সেলিমকে গুলি করে হত্যা করে। সাক্ষীকে জবানবন্দী তে সহায়তা করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার।
×