ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পিতৃহীন মিনারকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:২৭, ২৩ সেপ্টেম্বর ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র মিনার উদ্দিনের (২৬) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। দুর্ঘটনায় তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। গত ১২ সেপ্টেম্বর ঈদের আগের রাতে চট্টগ্রামের আনোয়ারায় নিজ গ্রামে তিনি এ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তিনি এত মারাত্মকভাবে আহত হন যে, তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। তার একটি হাত কেটে ফেলতে হয়েছে এবং শারীরিক নানা জটিলতা দেখা দিয়েছে। পিতৃহীন মিনার দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে করতে জীবনের এই পর্যায়ে এসেছেন। তিনি তৈলারদ্বীপ এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চট্টগ্রাম কমার্স কলেজ থেকে এইচএসসি; উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর ৩৬তম বিসিএসে প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষায় পাস করলেন। দিলেন লিখিত পরীক্ষাও। বাকি শুধু মৌখিক পরীক্ষা (ভাইভা)। সেই পরীক্ষা দেবেন, উত্তীর্ণ হয়ে বিসিএস ক্যাডার হবেন, চিরতরে দূর করবেন পরিবারের অভাবÑ এভাবে প্রতিদিন যখন তিনি স্বপ্নের জাল বুনছিলেন, তখনই তার জীবনে ঘটে গেল ভয়াবহ এই দুর্ঘটনা। মিনারের অসহায় মায়ের দু’চোখে এখন শুধুই অশ্রু। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। মিনারের বন্ধু ও স্বজনরা চিকিৎসার টাকা যোগাড় করতে হিমশিম খাচ্ছেন। মিনারের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তারা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮৩৮৬৪৩৮১৫ (বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবেÑ মোঃ তানভীর চৌধুরী, হিসাব নং- ০৩০৩১২১০০০০৮১৮৩, মার্কেন্টাইল ব্যাংক, পটিয়া, চট্টগ্রাম। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×