ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেডিনোভা, পপুলার মডার্ন ও ঢাকা ন্যাশনাল মেডিক্যালকে জরিমানা

প্রকাশিত: ০৬:২৪, ২২ সেপ্টেম্বর ২০১৬

মেডিনোভা, পপুলার মডার্ন ও ঢাকা ন্যাশনাল মেডিক্যালকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে রোগ নির্ণয়সহ নানা অনিয়মের কারণে মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালকে ২২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে র‌্যাব-২ এর উদ্যোগে স্বাস্থ্য ও ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সরওয়ার আলম কোতোয়ালি থানাধীন ইংলিশ রোডের মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেসের ম্যানেজার নাসির ওয়াকার (৪১), ল্যাব ইনচার্জ উজ্জল মিয়া (৩২), ম্যানেজার এ্যাডমিন সাইফুল ইসলাম (৪০) এবং কেয়ারটেকার আবু ইয়াহিয়াকে (৪৩) আটক করার নির্দেশ দেন। আটককৃতরা দোষ স্বীকার করলে ম্যাজিস্টেট তাদের আট লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। একই এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার শিবলী সাদি আকন্দ (৪০), আবুল কালাম আজাদ (৪৮) ও মোঃ রবিকুল ইসলামকে (৪৩) ৬ লাখ টাকা জরিমানা অনাদায়ে সমপরিমাণ বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ওই এলাকার মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার খোকন চৌধুরী (৫০), ল্যাব ইনচার্জ মাহফুজ ভুইয়া (৩০) ও টেকনোলজিস্ট মিলন চৌধুরীকে (৪২) চার লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের ল্যাব ইনচার্জ সুলতান এম আতিকুর রহমান (৩৮) এবং টেকনোলজিস্ট মোঃ জিয়াউর রহমানকে (৩০) চার লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। পাশাপাশি এক মাসের মধ্যে পরীক্ষাগারের মান উন্নতকরণসহ ব্লাড ব্যাংকের অনুমোদন গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
×