ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কদমতলীতে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০২:৩০, ২১ সেপ্টেম্বর ২০১৬

কদমতলীতে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলীর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় আবদুল্লাহ (৭) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে কে বা কারা, কী কারণে শিশুটিকে হত্যা করেছে তা জানাতে পারেননি তারা। খবর পেয়ে কদমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য শিশু আবদুল্লাহর লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিশুটির মা আয়েশা বেগম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি বিভিন্ন মেসে ও বাসা বাড়িতে কাজ করেন। তার স্বামী গোলাম মোস্তফা স্থানীয় একটি বিদ্যুৎ অফিসের এমএলএসএস হিসেবে চাকরি করেন। তাদের দু’শিশু সন্তানের মধ্যে আবদুল্লাহ বড়। ঢাকা ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন সাব্বিরের বাড়িতে তারা ভাড়া থাকেন। কাজে যাওয়ার সময় শিশু দু’টিকে বাসাতেই রেখে যান তারা। দুপুরে খবর পেয়ে তিনি ঢাকা ম্যাচ ফ্যাক্টরির ভেতরে গিয়ে দেখেন আবদুল্লাহর মাথা কাঁদার মধ্যে ডুবে আছে। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিকাল সাড়ে তিনটায় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মাথায় রক্তাক্ত জখম ও শরীরের বিভিন্ন স্থানে মারধরের আঘাত রয়েছে বলে জানান চিকিৎসকরা। শিশু আবদুল্লাহর মা আয়েশা বেগম জানান, তার ছেলেকে কারা কী কারণে পিটিয়ে হত্যা করলো,সেটা জানেন না তিনি। তবে তার সন্তানকে হত্যার পর কেউ লাশ সেখানে ফেলে যায় বলে ধারণা করছেন তিনি। শিশু আবদুল্লাহর খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নেওয়ারও দাবি জানান আয়েশা। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়েজ আলী বলেন, এ ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। নিহত শিশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রয়েছে। কারা কী কারণে শিশুটিকে হত্যা করলো সেটা জানার চেষ্টা করছেন।
×