ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গরুর প্রাইভেসি

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০১৬

গরুর প্রাইভেসি

ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগলের একটি জনপ্রিয় ফিচার হলো গুগল স্ট্রিট ভিউ। গুগল আর্থ ও গুগল ম্যাপের জন্য ২০০৭ সাল থেকে প্রযুক্তিটি ব্যবহার করা হয়ে আসছে। যে কোন শহরের রাস্তার চতুর্দিকের দৃশ্য একই সঙ্গে দেখা যাওয়ায় প্রযুক্তিটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। রাস্তাঘাট ও বিভিন্ন ভবনের ছবি এতে দেখা গেলেও যেখানে মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখিয়ে রাস্তাঘাটে অবস্থানরত সব মানুষের মুখম-ল ব্লার বা ঝাপসা করে দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রিটেনের ক্যামব্রিজ শহরের পল্লী এলাকায় বিচরণরত গরুর মুখও এবার ঝাপসা করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। মানুষের মতো গরুর গোপনীয়তা সম্মান দেখানোয় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে বলেছেন, গুগল অতিরিক্ত সংবেদনশীলতা প্রকাশ করেছে। গুগল যে প্রযুক্তি ব্যবহার করে তাতে স্ট্রিট ভিউতে যে কোন মানুষের মুখম-ল স্বয়ংক্রিয়ভাবে ব্লার হয়ে যায়। এখন দেখা যাচ্ছে গবাদিপশুকেও গুগল সম্মান দেখাতে শুরু করেছে। ব্যাপারটি এমনি দাঁড়িয়েছে যে, গুগল পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে এ নিয়ে কিছুটা বাড়াবাড়িই হয়ে গেছে। -বিবিসি
×