ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কবি শহীদ কাদরী স্মরণে বিটিভির বিশেষ অনুষ্ঠান

প্রকাশিত: ০৪:০৮, ১ সেপ্টেম্বর ২০১৬

কবি শহীদ কাদরী স্মরণে বিটিভির বিশেষ অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ সদ্যপ্রয়াত কবি শহীদ কাদরী স্মরণে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘তোমাকে অভিবাদন, প্রিয় কবি’। অনুষ্ঠানটি আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বিটিভিতে প্রচার হবে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন কবি মারুফ রায়হান। অনুষ্ঠানে কবির জীবন ও কবিতা নিয়ে আলোকপাত করবেন কবি রুবী রহমান ও প্রাবন্ধিক মফিদুল হক। কবির কবিতা থেকে আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও সুলতানা শাহরিয়া পিউ। কবিকণ্ঠে কবির বিখ্যাত কবিতা ‘উত্তরাধিকার’ শোনা যাবে; থাকবে বছর কয়েক আগে ধারণকৃত কবির সাক্ষাতকারের কিছু অংশ। এছাড়াও থাকছে কবির কবিতা নিয়ে ভারতীয় শিল্পী কবির সুমনের গান- ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমাম হোসাইন। প্রসঙ্গত, বাংলাদেশের আধুনিক কবিতার উজ্জ্বল নক্ষত্র শহীদ কাদরী প্রায় চার দশক দেশের বাইরে ছিলেন। কিছুদিন আগে তিনি স্বজনদের বলেন- ‘আমি মৃত্যুর গন্ধ পাচ্ছি, বাংলাদেশ আমাকে ডাকছে’। নিউইয়র্কে কবির প্রয়াণের পর সরকারী উদ্যোগে কবির মরদেহ দেশে নিয়ে আসা হয়। গতকাল কবি সমাহিত হয়েছেন শহীদ বুদ্ধিজীবী গোরস্তানে।
×