ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

প্রকাশিত: ২২:৪৮, ৩১ আগস্ট ২০১৬

বরিশালে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ “সন্ত্রাস বাদ নিপাত যাক-বাংলাদেশ এগিয়ে যাক” শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা। বুধবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুর রব। প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। বক্তব্য রাখেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বিল্লাল হোসেন, জেলা সভাপতি মাওলানা কামেল কাওসার, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান, মাওলানা মহিউদ্দিন, নজরুল ইসলাম, আলতাফ হোসেন, আব্দুল হালিম মাদানী, হাবিবুর রহমান খান প্রমুখ। বক্তারা দেশে জঙ্গিবাদ নির্মূলে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেয়ার দাবি করেন। মানববন্ধনে মহানগর ও জেলার ২২০টি মাদ্রাসার শিক্ষক্ষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
×