ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পোশাক কারখানা ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১৯:৪৫, ২৭ আগস্ট ২০১৬

পোশাক কারখানা ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার প্রোডাকশন ম্যানেজার (পিএম) কে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের আন্দোলনের হুমকির মুখে একটি পোশাক কারখানা ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আজ শনিবার সকালে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমানের মালিকানাধীন ‘বান্দু ডিজাইন লিমিটেড’ নামক পোশাক কারখানায় এঘটনা ঘটে। জানা গেছে, ওই কারখানায় তিন হাজারের মতো শ্রমিক কর্মরত রয়েছে। গত কয়েকদিন আগে কয়েকজন পুরাতন শ্রমিককে ছাঁটাই করার উদ্যোগ নেয় কারখানা কর্তৃপক্ষ। কিন্তু এর প্রতিবাদ করেন কারখানার পিএম সোহেল মিয়া। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার পিএম সোহেলকে কারখানা কর্তৃপক্ষ ছাঁটাই করে। এর প্রতিবাদে শ্রমিকরা কারখানার ভিতরে আন্দোলন শুরু করলে মালিকপক্ষ কারখানা শনিবার থেকে ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করে। শনিবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে তালা লাগানো দেখে শ্রমিকরা বাসায় ফিরে যায়। এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজার রহমান জানান, কারখানা খুলে দেয়ার ব্যাপারে মালিকপক্ষের সাথে আলোচনা চলছে। এছাড়া, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
×