ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

প্রকাশিত: ০৮:৩৮, ২৬ আগস্ট ২০১৬

তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ২৫ আগস্ট ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মোঃ ইব্রাহিমের স্থলে সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিনি মামলার কাগজপত্র বুঝে নেন। রাত সোয়া নয়টায় মুঠো ফোনে এএসপি জালাল উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তনু হত্যার মামলার তদন্ত কর্মকর্তা বদলের খবর শুনে রাতে তনুর মা আনোয়ারা বেগম মুঠো ফোনে জানান, ঘটনার ৫ মাস পার হলেও মামলার কোন অগ্রগতি দেখতে পাচ্ছি না। যাকেই তদন্ত কর্মকর্তা করা হোক আমাদের আপত্তি নেই। আমরা চাই মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করে তনু হত্যার বিচার। গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউস এলাকার একটি জঙ্গলে কলেজছাত্রী তনুর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে ২১ মার্চ কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ঘাতকদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। কিন্তু এ হত্যাকা-ের ৫ মাস পূর্ণ হলেও এ পর্যন্ত ঘাতকদের শনাক্ত বা আসামি গ্রেফতারে দৃশ্যমান কোন অগ্রগতি নেই।
×