ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৮ মাস ওষুধ সরবরাহ বন্ধ

প্রকাশিত: ০৫:৫০, ২০ আগস্ট ২০১৬

৮ মাস ওষুধ সরবরাহ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৯ আগস্ট ॥ কালিহাতী উপজেলার ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ৮ মাস যাবত ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ অমল চন্দ্র দাস বলেন, পরিবার পরিকল্পনার আওতাধীন সেবা ছাড়াও আমরা রোগীদের সাধারণ চিকিৎসা সেবা দিয়ে থাকি। কিন্তু গত বছরের ডিসেম্বর থেকে ওষুধ সরবরাহ একবারে বন্ধ রয়েছে। ফলে আমাদের ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসাররা (এসএসিএমও) নিয়মিত অসুবিধার শিকার হচ্ছেন। স্থানীয়ভাবে তাদের রোগীর সংখ্যা কমে গেছে। কালিহাতীর এলেঙ্গা পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রহিমা আক্তার (৪৫) নামের এক রোগী বলেন, এখানে আগের মতো ওষুধ পাওয়া যায় না। আমরা গরিব মানুষ ওষুধ কিনে খাওয়ার সামর্থ্য নেই, তাই হাসপাতালে আসি। উপজেলার বীরবাসিন্দা পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শাহ আরিফ বিল্লাহ বলেন, সাধারণ রোগীদের আমরা বোঝাতেই পারি না ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। এদিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেন জানান, আমরা ১৯ জুন ওষুধের চাহিদাপত্র টাঙ্গাইলে পাঠানোর পর ২৬ জুলাই ওষুধ পেয়েছি। যদিও স্বাভাবিকভাবে চাহিদাপত্র পাঠানোর ২-১ দিনের মধ্যেই ওষুধ পেয়ে থাকি। এর ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৮টি উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। উপজেলা সদর হাসপাতালে টিকেট কেনার পর রোগীরা ওষুধ না পেয়ে অনেক সময় আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। পরিবার পরিকল্পনা বিভাগের টাঙ্গাইলের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, ক্রয়সংক্রান্ত জটিলতার কারণে সারা বাংলাদেশে ওষুধ সরবরাহ বন্ধ আছে। ফলে রোগীদের মারাত্মক অসুবিধা হচ্ছে। আশা করছি অল্প দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডাক্তার সৈয়দ ইবনে সাঈদ বলেন, চাহিদাপত্র পাঠানোর এক মাসের মধ্যেও কালিহাতীতে ওষুধ পায়নিÑ বিষয়টি আমার জানা ছিল না।
×