ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চড়ুই পাখি-

প্রকাশিত: ০৫:৪৩, ২০ আগস্ট ২০১৬

চড়ুই পাখি-

চড়ুই লোকালয়ের আশপাশে একটি সুপরিচিত পাখি। খড়কুটো, শুকনা ঘাসপাতা প্রভৃতি দিয়ে এরা সাধারণত ভবনের কার্নিশে বাসা বাঁধে। সমস্ত দিন এরা লাফিয়ে বেড়িয়ে মাটি থেকে পোকামাকড় ও শস্য খুঁটে খায়। এ দেশের গ্রাম-গঞ্জ ও শহরসহ প্রায় জায়গায়ই চড়ুই পাখির উপস্থিতি লক্ষণীয়। -জনকণ্ঠ
×