ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উৎসব

প্রকাশিত: ০৬:৫০, ১১ আগস্ট ২০১৬

উৎসব

দেশ টিভিতে প্রচার শুরু হতে যাচ্ছে ধারাবাহিক নাটক উৎসব। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার এবং পরিচালনা করছেন গোলাম মুক্তাদির। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, আজাদ আবুল কালাম, নাজনীন হাসান চুমকি, জেনী, নাদিয়া আহমেদ, আজমেরী আশা, সেলিম আহমেদ, রাজিব সালেহীন, হাসনাত রিপন, রওনক রিপন, শেখ মাহবুবুর রহমান, হিমে হাফিজ প্রমুখ। সম্প্রতি মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন জায়গায় এর শূটিং শেষ হয়েছে। শিগগিরই নাটকটি প্রচার শুরু“ হবে। নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের নাম উৎসব। গ্রামটা প্রত্যন্ত এলাকায়। গ্রামের একপাশে বকপট্টির জঙ্গল। অন্যপাশে বিল। বিলের ওপারে ঘাসপাড়া। প্রত্যন্ত এই গ্রামের বিত্তবান মানুষ গাজী আলতাফ। বিস্তর জমিজমা। গঞ্জে মাছ আর সবজির আড়ত। রুচি ফ্যাশন চিন্তা অভ্যাস এই সবকিছু গ্রামীণ পটভূমিতে তৈরি করে নানারকম হাস্যরস। গ্রামের মানুষ সম্ভ্রান্ত পরিবার হিসেবে তাদের যেমন সমীহ করে, তাদের কা-কারখানায় হাসতে হাসতে লুটোপুটিও খায়। এভাবেই এগিয়ে যাবে গল্প।
×