ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইয়াকিন পলিমার আইপিও বিজয়ীদের ফল প্রকাশ

প্রকাশিত: ০৬:১৫, ১১ আগস্ট ২০১৬

ইয়াকিন পলিমার আইপিও বিজয়ীদের ফল প্রকাশ

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান ইয়াকিন পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করেছে। কোম্পানির আইপিওতে আবেদনকারীদের মধ্যে লটারি মাধ্যমে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিজয়ীদের তালিকা প্রকাশ করে কোম্পানিটি। উল্লেখ্য, পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য চলতি বছরের মে মাসে আইপিও অনুমোদন পায় ইয়াকিন পলিমার। পরে ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে। কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। যার প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার জেমিনি সী ফুডের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদ। পরিবর্তিত সময় অনুযায়ী আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, জেমিনি সী ফুডের বোর্ড সভা ১৬ আগস্ট, মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে এ কোম্পানির বোর্ড সভা ১১ আগস্ট বিকেল ৩টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসতে পারে। উল্লেখ্য, জেমিনি সী ফুড ২০১৫ সালে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×