ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চোরাচালানের অভিযোগ উত্তর কোরিয়ার কূটনীতিক বহিষ্কার

প্রকাশিত: ০৫:৪৪, ৯ আগস্ট ২০১৬

চোরাচালানের অভিযোগ উত্তর কোরিয়ার কূটনীতিক বহিষ্কার

স্টাফ রিপোর্টার ॥ চোরাচালানে জড়িত হওয়া ও শিষ্টাচারবহির্ভূত কাজ করার অপরাধে ঢাকাস্থ উত্তর কোরিয়ার দূতাবাসের ফার্স্ট অফিসার হান সন ইক সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। এর আগে রবিবার বিকেলে তাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকেল তিনটায় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জােিনয়েছেন শুল্ক গোয়েন্দার মহাপর্চিালক ডক্টর মইনুল খান। গত মঙ্গলবার ওই কর্মকর্তার নামে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ পণ্য জব্দ করে শুল্ক গোয়েন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কমলাপুর আইসিডিতে অভিযান চালিয়ে এ কন্টেনার আটক করে। এতে ছিল ১৬ লাখ শলাকা সিগারেট ও বিপুল পরিমাণ ইলেকট্রিক পণ্য। যার বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা। শুল্ক ফাঁকি দিয়ে আনা এ সব পণ্য রাজধানীর খোলা বাজারে বিক্রি করারও প্রস্তুতি ছিল। চাঞ্চল্যকর এ ঘটনায় অপরাধে জড়িত থাকার দায়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০১৬ সালের ২(২)৭০ রেজুলেশন অনুযায়ী উত্তর কোরীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হান সন ইক-কে বহিষ্কার করার সুপারিশ জানানোর পর রবিবার তাকে বহিষ্কার করে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত কয়েক বছরে উত্তর কোরিয়ার কূটনীতিকের দেশ ত্যাগ করতে বলার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০১৪ সালে স্বর্ণ চোরাচালানের অভিযোগে একজন উত্তর কোরিয়ার কূটনীতিককে দেশ ত্যাগ করতে বলা হয়।
×