ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসলাম জঙ্গীবাদ সমর্থন করে না ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:১৬, ৬ আগস্ট ২০১৬

ইসলাম জঙ্গীবাদ সমর্থন করে না ॥  চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইসলাম জঙ্গীবাদ সমর্থন করে না। জঙ্গীবাদীদের নৃশংস কর্মকা-ে ইসলাম ধর্ম হেয় হচ্ছে। শুক্রবার সকালে নগরীর সার্কিট হাউসে আয়োজিত ‘জঙ্গীবাদ রুখবেই তারুণ্য’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিক মেয়র বলেন, জঙ্গীবাদ একটি ইসলামবিরোধী কাজ। কোনভাবেই এটিকে ইসলাম সমর্থন করে না। উল্টো এর কারণে ইসলাম হেয় হচ্ছে। তাই আমি দায়িত্ব নিয়ে বলছি, জঙ্গীবাদ নির্মূল করা প্রত্যেক মানুষের ঈমানি দায়িত্ব। আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামবিরোধী কাজ রুখব। এক্ষেত্রে তিনি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। মেয়র বলেন, তরুণরাই আগামীর স্বপ্নদ্রষ্টা। দেশকে এগিয়ে নিতে সবার আগে তাদের এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। জঙ্গীবাদ নির্মূল বিষয়ে পাঁচ দিনের পরিকল্পনা ঘোষণা করা হয়। এর মধ্যে ২৭ আগস্ট সকাল ১০টায় এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মিলনায়তনে জঙ্গীবাদবিরোধী অনুষ্ঠান শুরু হবে। ৩১ আগস্ট একই স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে শেষ হবে এ কর্মসূচী। কর্মসূচীর মধ্যে থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে উদ্দীপনামূলক এবং জঙ্গীবাদের ভয়াবহতা তুলে ধরে ভিডিও ডকুমেন্টারি নির্মাণ ও প্রদর্শন, সাইক্লিস্ট নিয়ে জঙ্গীবিরোধী সাইকেল র‌্যালি ও লিফলেট বিতরণ, স্কুলপর্যায়ে জঙ্গীবিরোধী পোস্টার লিখন ও বিতর্ক প্রতিযোগিতা, কলেজ-বিশ্ববিদ্যালয়ে বক্তব্য ও বিতর্ক প্রতিযোগিতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গীবিরোধী স্লোগান লিখন প্রতিযোগিতা।
×