ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাঘাটায় গো খাদ্যের তীব্র সঙ্কট

প্রকাশিত: ০৪:১৫, ৬ আগস্ট ২০১৬

সাঘাটায় গো খাদ্যের তীব্র সঙ্কট

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ আগস্ট ॥ ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি কিছুটা কমলেও বাড়িঘর থেকে পানি নেমে না যাওয়ায় সাঘাটা উপজেলার বানভাসিরা এখনও দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে নদীর তীরবর্তী এলাকার বন্যাকবলিত মানুষ আশ্রয় নিয়েছে ভরতখালী-সাঘাটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। শত শত পরিবার গরু, ছাগল নিয়ে চোর-ডাকাতের ভয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। সেই সঙ্গে গো-খাদ্যের ব্যাপক সঙ্কট তো রয়েছেই। বন্যায় ত্রাণসামগ্রী বিতরণ করা হলেও সরকারীভাবে গো-খাদ্য সঙ্কটে কোন উদ্যোগ এ পর্যন্ত নেয়া হয়নি। উপজেলা প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা গেছে, বন্যা দুর্গত সাঘাটা, ভরতখালী, হলদিয়া, ঘুড়িদহ, জুমারবাড়ী ইউনিয়নের গরু ৪১ হাজার ২শ’ ৪১, ছাগল ১৮ হাজার ৫শ’ ৩, ভেড়া ৯ হাজার ৫শ’ ৮টি গবাদিপশু বন্যায় আক্রান্ত হয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে অবস্থান করছে। সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, সরকারীভাবে কোন টিম গবাদিপশুর চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেনি।
×