ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশিষ্ট গণিতবিদ খোদাদাদ খান আর নেই

প্রকাশিত: ০৮:৩৪, ৩ আগস্ট ২০১৬

বিশিষ্ট গণিতবিদ খোদাদাদ খান আর নেই

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট গণিতবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আ ফ ম খোদাদাদ খান আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর। বুধবার বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে শিক্ষকতার মধ্য দিয়ে পেশাগত জীবন শুরু করেন। ২০০২ সালে অবসরে যাওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত বেসরকারী ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের গণিত বিভাগে শিক্ষকতা করতেন। তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বিশিষ্ট এই গণিতবিদ। তিনি ১৯৩২ সালের ১ নবেম্বর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ডিগ্রীভূমি গ্রামে জন্মগ্রহণ করেন।
×