ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ২ কলেজ ছাত্রীকে যৌন নির্যাতন, প্রতিবাদে ঘেরাও ভাংচুর

প্রকাশিত: ০৮:০৮, ৩১ জুলাই ২০১৬

ময়মনসিংহে ২ কলেজ ছাত্রীকে যৌন নির্যাতন, প্রতিবাদে ঘেরাও ভাংচুর

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শনিবার সন্ধ্যায় শহরের আর কে মিশন রোডের শিকদারবাড়ি মোড়ে তালেব আলী ম্যাটস ছাত্রাবাসে দুই ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছে। একই প্রতিষ্ঠানের চার শিক্ষার্থী অধ্যক্ষের কক্ষে ছাত্রীদের আটকে রেখে এই নির্যাতন চালায় বলে অভিযোগ। এ ঘটনার বিচার দাবিতে ভাংচুর ও ঘেরাওসহ রাস্তা অবরোধ করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। ঘটনার পর থেকে প্রতিষ্ঠান প্রধান ফজলুল হক পলাতক। পুলিশ জানায়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীরা জানায়, ৩-৪ বছর ধরে আকুয়া মোড়লবাড়ির বাসিন্দা তোতা মিয়ার বাড়িটি ভাড়া নিয়ে তালেব আলী ম্যাটস নামে বেসরকারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলেন ফজলুল হক। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ ফজলুল হকের ইন্ধনে প্রতিষ্ঠানের পার্থ, সজীব, দীন মোহাম্মদ ও শাহাদাত নামে চার শিক্ষার্থী হত্যার ভয় দেখিয়ে প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে নির্যাতন করে। ঘটনা জানাজানি হলে বিচার দাবিতে বিক্ষোভ মিছিলসহ রাস্তায় নামে শিক্ষার্থীসহ এলাকবাসী। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের নিরাপদে বের করে এনে ছাত্রাবাসে তালা লাগিয়ে দেয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হানিফ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেছেন।
×