ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটনে গুলিতে নিহত ২

প্রকাশিত: ০৫:৫৮, ৩১ জুলাই ২০১৬

ওয়াশিংটনে গুলিতে নিহত ২

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শনিবার অন্তত ৬ স্থানে গুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। খবর এনবিসি অনলাইনের। মার্কিন মেট্রোপলিটন পুলিশ দফতর জানিয়েছে, প্রথম গুলির ঘটনাটি ঘটে ওয়াশিংটন ডিসির উত্তর-পশ্চিমের এমারসন স্ট্রিটে। এখানে একজন গুলিবিদ্ধ হয়। তবে তিনি আপাতত শঙ্কামুক্ত বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দ্বিতীয় গুলির ঘটনা ঘটে শহরটির জর্জিও এ্যাভিনিউয়ের কাছের দি ম্যাকোম্বো নামের এক লাউঞ্জে। এখানে একজনের পায়ে গুলি করা হয়েছে। একই ঘটনা ঘটে ওয়াশিংটন ডিসির সুইটল্যান্ড পার্কওয়েতে। এখানে গুলিতে দুইজন আহত হয়েছে। তবে তাদের বর্তমান অবস্থা আপাতত জানা যায়নি। পুলিশ এই এলাকার হাওয়ার্ড রোড বন্ধ করে দিয়েছে। চতুর্থ গুলির ঘটনা ঘটে শহরটির এলভান্স রোডে। এখানে একজন গুলিতে আহত হয়। শহরটির উত্তর-পশ্চিমের অপর এক এলাকায় একটি পার্টি চলাকালে এটিতে বন্দুকধারীর হামলায় একজন আহত হয়। তার পিঠে গুলি লাগে। এর কিছু সময় পর লোকটি মারা যায়। একই ঘটনায় অপর একজন আহত হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। ষষ্ঠ ঘটনাটি ঘটে শহরটির গুড হোপ সড়কে। এতে এক মহিলা নিহত হয়েছে। তবে এসব ঘটনার কারণ আপাতত জানাতে পারেনি পুলিশ। আর এসব ঘটনার পেছনে ঠিক কারা দায়ী তাও পুলিশ জানতে পারেনি।
×