ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রায়পুরে ব্যবসায়ীর কোটি টাকার জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ০২:৫৩, ২৯ জুলাই ২০১৬

রায়পুরে ব্যবসায়ীর কোটি টাকার জমি দখলের অভিযোগ

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে বৃহস্পতিবার গভীর রাতে আদালতের নিষেদাজ্ঞা অমান্য করে কোটি টাকা জমি দখলের অভিযোগ উঠেছে প্রবাসী ফারুকের বিরুদ্ধে। ফারুক দক্ষিণ কেরোয়া গ্রামের মোস্তাফা মিয়ার পুত্র। সে গভীর রাতে বহিরাগত শাতাধিক লোক নিয়ে ৩৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করে টিন ও কাটা তারের বেড়া দিয়ে দোচালা দুটি ঘর নির্মাণ করে বলে অভিযোগ করেছেন একই এলাকার মৃত তোফায়েল আহম্মদের পুত্র ব্যবসায়ী ফরহাদ হোসেন। এ ব্যাপারী তিনি লক্ষ্মীপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানানযায়, ফরহাদ হোসেন ও ফারুকের সাথে ৩৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। একাধিকবার স্থানীয়ভাবে এবং থানায় শালিস বৈঠক হলেও কোন সূরাহ না হওয়ায় আদালতের আশ্রয় নেয় ফরহাদ হোসেন। আদালত ২৪ জুলাই উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য রায়পুর থানার ওসিকে নির্দেশ দেন । আদালতের আদেশ অমান্য করে বৃহস্পতিবার গভীর রাতে ফারুক বহিরাগত লোক নিয়ে ওই বিরোধকৃত জায়গাটি দখল করে টিন ও কাটা তারের বেড়া দিয়ে দোচালা দুটি ঘর নির্মাণ করে।
×