ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশিত: ০১:৫৬, ২৭ জুলাই ২০১৬

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কূটনীতিকদের সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় ৭ বছরের সাজা ও দেশে জঙ্গি হামলার বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিকেল সোয়া ৪টা থেকে বৈঠক শুরু হয়ে শেষ হয় সোয়া পাঁচটায়। বিএনপি মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য বারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বিদেশি কূটনৈতিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, স্পেন, নরওয়ে, সৌদি আরব, পাকিস্তান, নেপাল ইন্দোনেশিয়া, ইরান, সিঙ্গাপুর, ও জাতিসংঘের প্রতিনিধিরা।
×