ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ সাইনবোর্ড

প্রকাশিত: ০৭:০৭, ১৬ জুলাই ২০১৬

চট্টগ্রামে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ সাইনবোর্ড

বন্দর নগরী চট্টগ্রামে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র ও অবৈধভাবে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে হাজার হাজার সাইনবোর্ড। সিটি কর্পোরেশনের নিয়ম মেনে সাইনবোর্ড লাগানোর নির্দেশনা থাকলেও কোথাও মানা হচ্ছে না সেই নিয়ম। তবে দীর্ঘদিন পর হলেও নগরীর বাহ্যিক রূপ দৃষ্টিনন্দনভাবে ফুটিয়ে তুলতে বিলবোর্ডের পর অপরিকল্পিতভাবে লাগানো সাইনবোর্ডগুলোকে নীতিমালার আওতায় আনতে যাচ্ছে সিটি কর্পোরেশন। এক সময় বিলবোর্ডের রাজত্বে হারিয়ে যেতে বসেছিল চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিলবোর্ড অপসারণ করে ফিরিয়ে আনা হয়েছে নগরীর সৌন্দর্য। অন্যদিকে অপরিকল্পিতভাবে নগরজুড়ে মার্কেট আর বিভিন্ন দোকানের ওপর ঝুলছে হাজার হাজার অনুমোদনহীন সাইনবোর্ড। এগুলো কোন নিয়মনীতির তোয়াক্কা না করে লাগানোর কারণে নষ্ট হচ্ছে নগরীর বাহ্যিক রূপ। শুধু প্রতিষ্ঠানই নয়, খোদ সিটি কর্পোরেশনের বিরুদ্ধেও রয়েছে গাফিলতির অভিযোগ। -স্টাফ রিপোর্টার
×