ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব নারী নেতাদের কাতারে নতুন মুখ তেরেসা মে

প্রকাশিত: ০৩:৪৩, ১৪ জুলাই ২০১৬

বিশ্ব নারী নেতাদের কাতারে নতুন মুখ তেরেসা মে

বিশ্বে নারী নেতাদের ক্রমবর্ধমান ‘ছোট্ট তালিকায়’ যোগ দিচ্ছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা তেরেসা মে। ব্রেক্সিটের ভোটের পর পদত্যাগের ঘোষণা দেয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার দায়িত্ব ছেড়েছেন। তার জায়গায় আসছেন মে, যিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন ছয় বছর ধরে। খবর বিবিসির। ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা ‘লৌহমানবী’ মার্গারেট থ্যাচারের পর মে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের দ্বিতীয় নারী সরকারপ্রধান, যাকে টালমাটাল এক সময়ে দেশের হাল ধরতে হচ্ছে। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে থাকলেও ৫৯ বছর বয়সী এই নারীকে এখন ঠিক উল্টো কাজটি করতে হবে। তার নেতৃত্বেই ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া চলবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বে যেসব দেশে সরকার বা নির্বাচিত রাষ্ট্রপ্রধান নারী, তাদের প্রায় অর্ধেকই হলেন নিজেদের দেশের শীর্ষ পদে আসা প্রথম নারী। অবশ্য রাজতন্ত্রের উত্তরাধিকারে ক্ষমতায় আসা নারীদের এ তালিকায় রাখা হয়নি। এর মধ্যে রয়েছেন- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (২০০৯ সাল থেকে ক্ষমতায়), চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট (২০১৪ সাল থেকে ক্ষমতায়), ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার-কিতারোভিচ (২০১৫ সাল থেকে ক্ষমতায়), জার্মানির চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল (২০০৫ সাল থেকে ক্ষমতায়), লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ (২০০৬ সাল থেকে ক্ষমতায়), লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রিবাউসকাইতে (২০০৯ সাল থেকে ক্ষমতায়), মাল্টার প্রেসিডেন্ট মেরি-লুই কোলেইরো প্রেকা (২০১৪ সাল থেকে ক্ষমতায়), মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিল্ডা হেইন (২০১৬ সালে ক্ষমতায় এসেছেন), মরিশাসের প্রেসিডেন্ট আমীনাহ গুরিব-ফাকিম (২০১৫ সাল থেকে ক্ষমতায়), নামিবিয়ার প্রধানমন্ত্রী সারা কুগনগিলওয়া-আমাধিলা (২০১৫ সাল থেকে ক্ষমতায়), নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী বান্দরি (২০১৫ সাল থেকে ক্ষমতায়), নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গ (২০১৩ সাল থেকে ক্ষমতায়), পোল্যান্ডের প্রধানমন্ত্রী বেইতা জিডলো (২০১৫ সাল থেকে ক্ষমতায়), দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হেই (২০১৩ সাল থেকে ক্ষমতায়), তাইওয়ানের প্রেসিডেন্ট সেই ইং-ওয়েন (২০১৬ সালে ক্ষমতায় এসেছেন)।
×