ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিসাব বিজ্ঞান ১ম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৮, ৩০ জুন ২০১৬

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়? ক) সমাপনী মজুদ খ) সমাপনী মনিহারি মজুদ গ) সমাপনী নগদ তহবিল ঘ) সমাপনীর মধ্যে সামগ্রীর মজুদ ২. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে নিম্নের কোনটি অপ্রয়োজনীয়? ক) যন্ত্রপাতির ক্রয়মূল্য খ) ভগ্নাবশেষ মূল্য গ) যন্ত্রপাতির সংস্থাপন মূল্য ঘ) ব্যবহারিক জীবনকাল ৩. করিম ব্যাংক থেকে ১৪% হারে ২০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। হিসাবকালে তিনি ব্যাংক সুদ প্রদান করেন। এ ক্ষেত্রে ব্যাংক সুদ হল - ক) মুনাফাজাতীয় ব্যায় খ) মূলধনজাতীয় ব্যয় গ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় ঘ) মূলধনায়িত ব্যয় ৪. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি হলো- র.একক উদ্বৃত্ত পদ্ধতি রর. নগদান বই সংশোধন পদ্ধতি ররর. দ্বিপক্ষীয় ব্যাংক সমন্বয় বিবরণী পদ্ধতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৫. প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে - র. বিনিয়োগকারী রর. পাওনাদার ররর. ক্রেতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৬. একতরফা দাখিলা পদ্ধতিতে বৈষয়িক বিবরণী প্রস্তুত করা হয় কেন? ক) নিট সম্পদ জানার জন্য খ) নিট দায় জানার জন্য গ) আর্থিক অবস্থা জানার জন্য ঘ) সমাপনী মালিকানাস্বত্ব জানার জন্য ৭. আলম কর্তৃক একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষিত হিসাবের উদ্বৃত্তগুলো হলো নগদ ক্রয় ১০,০০০ টাকা, বাকিতে বিক্রয় ২০,০০০ টাকা, প্রারম্ভিক প্রদেয় হিসাব ১৫,০০০ টাকা এবং সমাপনী প্রদেয় হিসাব ২৫,০০০ টাকা। আলমের মোট ক্রয়ের পরিমাণ কত? ক) ১০,০০০ টাকা খ) ১৫,০০০ টাকা গ) ২০,০০০ টাকা ঘ) ২৫,০০০ টাকা ৮. কু-ঋণ সঞ্চিতি করা হয় - ক) যখন প্রাপ্য হিসাববৃন্দ দেউলিয়া হয়ে যায় খ) যখন প্রাপ্য হিসাববৃন্দ ব্যবসায়ে নিয়োজিত থাকে না গ) সম্ভাব্য কু-ঋণের জন্য হিসাবে বরাদ্দ রাখার জন্য ঘ) কুঋণ অবলোপনের জন্য ৯. জনাব মামুনের পাওনা ৫,৩০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,১০০ টাকা দেয়া হলো। বাট্টা নগদান বইয়ে কীভাবে লিপিবদ্ধ করা হবে? ক) ডেবিট পাশে নগদ কলামে খ) ক্রেডিট পাশে বাট্টা কলামে গ) ডেবিট পাশে বাট্টা কলামে ঘ) ক্রেডিট পাশে ও ডেবিট পাশে বাট্টা কলামে ১০. কোনটি আসবাবপত্র হিসাবে লেখা হবে? ক) শো-কেজ ক্রয় খ) মেশিন ক্রয় গ) মেশিন সংস্থাপন ব্যয় ঘ) ফাইল কভার ক্রয় ১১. রক্ষিত আয় বিবরণীতে হিসাবভুক্ত হবে- র. লভ্যাংশ রর. নিট লাভ/ক্ষতি ররর. সমাপনী মজুত পণ্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১২. অনিশ্চিত হিসাব সম্পর্কে উক্তিটি হলো- র. চূড়ান্ত হিসাব প্রস্তুতের জন্য অনিম্চিত হিসাবের সাহায্যে রেওয়ামিল মিলকরণ করা হয় রর. চূড়ান্ত হিসাব প্রস্তুতে অনিশ্চিত হিসাব প্রতিবন্ধকতা সৃষ্টি করে ররর. রেওয়ামিলের ডেবিট-ক্রেডিট উভয়দিকেই অনিশ্চিত হিসাব হতে পারে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ১৩. ব্যাংক জমা দেয়া হলো ১০,০০০ টাকা। ব্যাংকের বইতে লিপিবদ্ধ হবে- র. নগদান হিসাব ডেবিট, আমানতকারী হিসাব ক্রেডিট রর. আমানতকারী হিসাব ডেবিট, নগদান ক্রেডিট ররর. নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ১৪. একতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন কোথায় হিসাবভুক্ত করা হয়? ক) লাভ-লোকসান বিবরণীতে খ) বৈষয়িক বিবৃতিতে গ) উভয়ই ঘ) কোনোটিই নয় ১৫. যখন একটা ভুল আরেকটা ভুলের দ্বারা সংশোধিত হয়ে যায় তখন ওই ভুলকে কী বলে? ক) লেখার ভুল খ) বাদ পড়ার ভুল গ) নীতিগত ভুল ঘ) পরিপূরক বা সম্পূরক ভুল ১৬. কোন নীতি অনুযায়ী সম্ভাব্য দায় আর্থিক বিবরণীতে 'ঋড়হঃ ঘড়ঃবং' আকারে দেখানো হয়? ক) ক্রয়মূল্য নীতি খ) রক্ষণশীল নীতি গ) মিলকরণ নীতি ঘ) পূর্ণ প্রকাশ নীতি ১৭. করণিকের ভুলের কারণে - র. রেওয়ামিল মিলে যায় রর. অনিশ্চিত হিসাব সৃষ্টি হয় ররর. পরিপূরক ভুলের সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে প্রাপ্য হিসাবের মূল্যায়ন করা হয়? ক) রক্ষণশীল নীতি খ) ব্যবসায় সত্তা নীতি গ) চলমান প্রতিষ্ঠান নীতি ঘ) ব্যয় একক নীতি ১৯. যে সকল ভুলের জন্য রেওয়ামিল অমিল হয় হা হলো- র. রেওয়ামিলের উভয় দিকের যোগফল নির্ণয়ের ভুল রর. খতিয়ান উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তরের ভুল ররর. বাদ পড়ার ভুল ও নীতিগত ভুল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (গ) ২. (ঘ) ৩. (ক) ৪. (ঘ) ৫. (ক) ৬. (গ) ৭. (গ) ৮. (গ) ৯. (খ) ১০. (ক) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (ক) ১৪. (গ) ১৫. (ঘ) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (ক) ১৯. (ক)
×