ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরীক্ষা-নিরীক্ষার পর প্রিমিয়াম প্লাজায় উঠার পরামর্শ

প্রকাশিত: ১৯:৪৫, ২৯ জুন ২০১৬

পরীক্ষা-নিরীক্ষার পর প্রিমিয়াম প্লাজায় উঠার পরামর্শ

অনলাইন রিপোর্টার॥ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং ফাটল ধরা রাজধানীর উত্তরবাড্ডার প্রিমিয়াম প্লাজার ১৪ তলা ভবনটিতে বুয়েট ও রাজউক কর্তৃপক্ষের পরীক্ষা-নীরিক্ষার পর বাসিন্দাদের ভবনে উঠার পরামর্শ দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে ভবনটি পরিদর্শন শেষে এ পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর এ কে এম শাকিল নেওয়াজ। তিনি বলেন, যেহেতু এটি বহুতল আবাসিক ভবন, এখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। তাই ফাটল পরীক্ষা না করিয়ে এই ভবন ব্যবহার করা ঠিক হবে না। আমি মনে করি রাজউক ও বুয়েট অনুমোদন দেওয়ার পরই এই ভবন ব্যবহার করা উচিত। তাছাড়া বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। দীর্ঘ সময় আগুনের তাপে ভবনে ফাটল দেখা দেয়। এখানেও একই ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন শাকিল নেওয়াজ। এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে ১৪ তলা ভবনটির একটি শো রুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। আর আগুন নিয়ন্ত্রণে কাজ করে ২৩টি ইউনিট।
×