ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের ফরম কিনলেন ৩৫ মনোনয়ন প্রত্যাশী

প্রকাশিত: ০৭:৫৫, ১৬ জুন ২০১৬

আওয়ামী লীগের ফরম কিনলেন ৩৫ মনোনয়ন প্রত্যাশী

বিশেষ প্রতিনিধি ॥ দুদিনেই জাতীয় সংসদের দুটি উপনির্বাচনে আওয়ামী লীগের ফরম কিনেছেন ৩৫ মনোনয়ন প্রত্যাশী। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলবে এই দলীয় মনোনয়ন ফরম বিক্রি। আজই বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ শেষে দুটি আসনে দলীয় একক প্রার্থিতা ঘোষণা করবে আওয়ামী লীগ। আগামী ১৮ জুলাই ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ-১ এবং ক্যাপ্টেন (অব) মজিবর রহমান ফকিরের মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য হয়। আওয়ামী লীগের ধানম-ির অফিসে যোগাযোগ করে জানা গেছে, বুধবার আওয়ামী লীগের ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মনোনয়ন বিক্রি হয়। ওই দুই আসনে দলীয় মনোনয়ন পেতে মোট ৩৫ জন ২৫ হাজার টাকা মূল্যমানের এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদিকে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সাক্ষাতকার নেয়া হবে। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
×