ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক কমেছে

প্রকাশিত: ০৫:২৮, ১৪ জুন ২০১৬

পুঁজিবাজারে সূচক কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোমবার দেশের উভয় পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ২৮ পয়েন্ট। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। সোমবারের বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবারে ডিএসইতে ৩৬৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনে যার পরিমাণ ছিল ৩৩১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে কিছুক্ষণ পরই সূচকের তীর নিচের দিকে নামতে থাকে। সারাদিন ওঠানামা শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪০৫ পয়েন্টে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৭ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, শাহজিবাজার পাওয়ার, অলিম্পিক এক্সেসরিজ, লিন্ডে বিডি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ও অলিম্পিক ইন্ড্রাস্টিজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : পূরবী জেনারেল, আইএফআইসি, ঝিল বাংলা, সিটি ব্যাংক, সাভার রিফ্যাক্টরিজ, রহিমা ফুড, প্যারামাউন্ট টেক্সটাইল, আইএসএন, একমি ল্যাবরেটরিজ ও বিডি অটোকারস। ঢাকার বাজারের মতো অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের সূচকই কমেছে। সারাদিন ওঠানামা শেষে সিএসইতে ২২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, জিপিএইচ ইস্পাত, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও ইউনাইটেড এয়ার।
×