ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিষেধাজ্ঞা কেড়ে নিচ্ছে শারাপোভার অনেক কিছু

প্রকাশিত: ০৬:৫৬, ১২ জুন ২০১৬

নিষেধাজ্ঞা কেড়ে নিচ্ছে শারাপোভার অনেক কিছু

স্পোর্টস রিপোর্টার ॥ কোনভাবেই পার পেলেন না, নিষেধাজ্ঞার খড়গ নেমেই এলো। নিজে থেকেই স্বীকারোক্তি দেয়ার পর ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু অপরাধ সেখানেই শেষ হয়ে যায় না, শাস্তি পেতেই হবে। সাবেক বিশ্বসেরা রাশিয়ান সুন্দরী টেনিস তারকা মারিয়া শারাপোভাকেও শাস্তি বরণ করতে হবে। ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। দ-টাকে লঘু করার সর্বশেষ পন্থা হচ্ছে ক্রীড়াসংক্রান্ত সালিশ-নিষ্পত্তি আদালতে আপীল করা। সেটা করার প্রক্রিয়াতেই আছেন সুন্দরী মাশা। কিন্তু যা ক্ষতি হওয়ার সেটাতো হয়েছেই, জীবন থেকে অনেক কিছুই হারাচ্ছেন এ স্বর্ণকেশী। সৌন্দর্যের রানী, ফ্যাশন জগতে সম্রাজ্ঞী আর অর্থ-প্রতিপত্তিতে বিশ্বের সকল নারী এ্যাথলেটের চেয়ে এগিয়ে থাকা মাশা ক্রমেই হারিয়ে ফেলছেন সব। নিষেধাজ্ঞা বহাল থাকলে জীবন থেকে আনন্দের সব উপলক্ষই হারাবেন এ রাশিয়ান টেনিস তারকা। ৫ বারের গ্র্যান্ড স্লাম জিতেছেন এবং এক সময় বিশ্বের এক নম্বর টেনিস তারকা হয়েছিলেন। সঙ্গে ছিল অপরূপ শারীরিক সৌন্দর্য, মোহনীয় চেহারা, বিরল স্বর্ণকেশ এবং সপ্রতিভ চলাফেরা। বিশ্বের বিখ্যাত অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত, পণ্যের মডেল এবং ফ্যাশন জগতের আকর্ষণীয়া রমণী ও বিশ্বখ্যাত ম্যাগাজিন-পত্রিকার প্রচ্ছদ তারকা হিসেবে কাড়িকাড়ি অর্থ কামিয়েছেন। কিন্তু রানী থেকে ভিক্ষুক হতে সময় লাগে না সেটারই যেন প্রমাণ মাশা! সবাই বয়কট করেছে ২৯ বছর বয়সী শারাপোভাকে। হারিয়েছেন সব চুক্তি! ফলে স্বাভাবিকভাবেই আয়ের উৎসের সিংহভাগ যেভাবে আসত সেটা বন্ধ হয়ে গেছে। গত মার্চের শুরুতে ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার কথা স্বীকার করেছিলেন সংবাদ সম্মেলনে। ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে অনুরোধ জানিয়েছিলেন যেন তাকে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়। কিন্তু সেটা করা হয়নি। অস্ট্রেলিয়ান ওপেনে ২৬ জানুয়ারি নিষিদ্ধ ওষুধ মেলডোনিয়াম নেয়ার জন্য পজিটিভ হয়েছিলেন। সেদিন থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে শারাপোভাকে। স্বীকারোক্তির পর থেকেই অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। এরপর থেকে একের পর এক চুক্তি বাতিল হয়েছে। কোর্টেও নামতে পারেননি। বন্ধুদের সঙ্গেও যোগাযোগ কমে গেছে। শুভাকাক্সক্ষীরাও মুখ ঘুরিয়ে নিয়েছে। সতীর্থরা তীব্র সমালোচনা করেছেন। একেবারেই একা হয়ে যাওয়া শারাপোভা আর্থিকভাবেও বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন। নিষেধাজ্ঞা তার জীবন থেকে কেড়ে নিচ্ছে সব। গত ১১ বছর নারী এ্যাথলেটদের মধ্যে বিশ্বে সবচেয়ে বেশি উপার্জন করা নারী ছিলেন তিনি। এবার সেই শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে গেছেন। এ বছর মাত্র ২ লাখ ৮২ হাজার মার্কিন ডলার আয় করেছেন টেনিস খেলে। সেটাও তাঁকে ফেরত দিতে হবে। কারণ অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিয়ে এই অর্থ আয় করেছিলেন। আর সেখানেই তিনি ডোপ টেস্টে ছিলেন পজিটিভ। গত বছর মাশার আয় ছিল ৩৬.৭৬ মিলিয়ন ডলার। বিশাল ধস নেমেছে তার আয়ে এটা থেকেই পরিষ্কার।
×