ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাকচাপায় গার্মেন্টস কর্মী নিহত ॥ আগুন ভাংচুর অবরোধ

প্রকাশিত: ০৮:২৯, ৬ জুন ২০১৬

ট্রাকচাপায় গার্মেন্টস কর্মী নিহত ॥ আগুন ভাংচুর অবরোধ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ জুন ॥ আশুলিয়ায় ট্রাকচাপায় গালেনুর (৪২) নামের এক নারী শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে একটি ট্রাকে আগুন ও অন্তত ১০টি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় তারা ঘণ্টাখানেক আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত পোশক শ্রমিক ঘোষবাগ এলাকার জনৈক মনু মাস্টারের বাসায় ভাড়া থেকে এলাকার ‘অনন্ত গার্মেন্টস লিমিটেড’ নামক পোশাক কারখানায় হেলপার হিসেবে চাকরি করতেন। রবিবার রাতে আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন রাত ১০টার দিকে কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন ওই নারী শ্রমিক। মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা অন্যান্য পোশাক কারখানার শ্রমিকরা একটি ট্রাকে ভাংচুর চালিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা মহাসড়কে চলাচলরত আরও অন্তত ১০টি গাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া এগারোটার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
×