ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্যালেরিয়া নির্ণয় পাঁচ সেকেন্ডে!

প্রকাশিত: ০৭:৩৫, ৬ জুন ২০১৬

ম্যালেরিয়া নির্ণয় পাঁচ সেকেন্ডে!

বর্তমান বিশ্বে চিকিৎসাক্ষেত্রে বিস্ময়কর উন্নতির পরও মূর্তিমান এক বিভীষিকার নাম হয়ে আছে ম্যালেরিয়া। এ রোগ ঠেকানো এবং এর চিকিৎসা সম্ভব হলেও প্রতি বছর বিশ্বব্যাপী ২০ কোটি লোক এ রোগে আক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, গত বছর এ রোগে চার লাখ আটত্রিশ হাজার লোকের মৃত্যু হয়েছে। যার বেশিরভাগই ছিল সাব-সাহারান অঞ্চলে। ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এমআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি শিক্ষার্থী জন লিওয়ানদোওস্কি (২৬) বানিয়েছেন জার্ম বা জার্পিড এ্যাসেসমেন্ট অব ম্যালেরিয়া ডিভাইসটি। এর সাহায্যে একফোঁটা রক্ত থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে রক্তে ম্যালেরিয়া জীবাণুর উপস্থিতি চিহ্নিত করা যাবে। লিওয়ানদোওস্কি বলেন, প্রাথমিক পর্যায়েই যাতে এ রোগের চিকিৎসা শুরু করা সম্ভব হয় তাই লক্ষণ শুরু হওয়ার পাঁচ থেকে সাতদিন আগেই রোগের জীবাণু চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত আফ্রিকা ও এশিয়ার গ্রাম্য অঞ্চলগুলোতে, যেখানে ম্যালেরিয়ার প্রকোপ তুলনামূলক বেশি অথচ মাইক্রোস্কোপ বা অন্যান্য ব্যয়বহুল ডায়াগনস্টিক টেস্টের সাহায্যে রোগ নির্ণয়ের সুযোগ-সুবিধা নেই, সেখানে এ ডিভাইসের সাহায্যে কম খরচে অল্প সময়ের মধ্যেই রোগ নির্ণয় করা যাবে বলে আশা করছেন ডিভাইসটির নির্মাতা বোস্টনভিত্তিক প্রতিষ্ঠান ডিজিজ ডায়াগনস্টিক গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লিওয়ানদোওস্কি। লিওয়ানদোওস্কি জানান, রক্তে ম্যালেরিয়া জীবাণুর উপস্থিতির ফলে আয়রন ক্রিস্টাল বা হেমোজয়েন তৈরি হয়। এ ক্রিস্টালগুলোর চৌম্বক ধর্ম ব্যবহার করে খুব কম সময়ের মধ্যেই রক্তে এ রোগের জীবাণুর উপস্থিতি চিহ্নিত করার ধারণাটি নিয়ে কাজ করেন। ব্যাটারিচালিত এই ডিভাইসটি বানাতে সর্বসাকুল্যে খরচ হবে একশ’ থেকে একশ’ বিশ ডলার। -ওয়েবসাইট
×