ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইইউকে ‘আকাশকুসুম কল্পনা’ পরিহারের আহ্বান টাস্কের

প্রকাশিত: ০৩:৪৫, ৪ জুন ২০১৬

ইইউকে ‘আকাশকুসুম  কল্পনা’ পরিহারের  আহ্বান টাস্কের

ইউরোপের দেশগুলো মহাদেশটিতে উত্থিত নানা সমস্যা সমাধানে একত্র হয়ে কাজ করবে, এমন চিন্তাকে ‘আকাশকুসুম কল্পনা’ বলে আখ্যায়িত করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। একই সঙ্গে তিনি এমন চিন্তা পরিহারের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন। টাস্ক বলেন, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উচিত সীমান্ত সুরক্ষা ও ব্যাংকিং ঐক্যের মতো ব্যবহারিক দিকগুলোর প্রতি মনোযোগী হওয়া। তিনি হুঁশিয়ার করে বলেন, ব্রিটেন ইইউ থেকে বের হয়ে গেলে ‘অকল্পনীয় পরিণতি’ পারে। যারা ইইউ থেকে বের হয়ে যেতে চায় তাদের শক্তি ও প্রচেষ্টার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানান টাস্ক। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় সতর্ক করে বলেছেন, আগামী মাসে যুক্তরাজ্যের গণভোটে ব্রিটেনের জনগণ যদি ইইউ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি তাদের জন্য নেতিবাচক হবে। -বিবিসি
×