ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে স্মরণকালের মর্মান্তিক আত্মহনন

প্রকাশিত: ১৯:৩৩, ২৯ মে ২০১৬

পার্বতীপুরে  স্মরণকালের মর্মান্তিক  আত্মহনন

নিজম্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ মরণাপন্ন স্বামীর করুন পরিনতি সইতে না পেরে সাড়ে ৩ বছরের শিশু সন্তান সহ নয় মাসের অন্তসত্ত্বা গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ডাক্তারী পরীক্ষা (এম আর ই রিপোর্ট) অনুযায়ী তার গর্ভে ছিল জমজ পুত্র সন্তান । হৃদয়বিদারক মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের পূর্ব ঢাকুলা ( কাপাসীঘোপা) গ্রামে শনিবার সন্ধ্যায় । এ খবর প্রচারিত হলে এলাকার হাজার হাজার লোকজন সে বাড়ীতে ভীড় জমায়। ঘটনাস্থলে গেলে স্বজন , নিকটতম প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানায় দীর্ঘক্ষন শয়ন কক্ষ বন্ধ থাকায় দরজা ভেঙ্গে ঘটনা প্রত্যক্ষ করা হয়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে। সকল আনুষ্ঠানিকতা শেষে পুলিশ রাত আনুমানিক ৮ টায় ফাঁসিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ নামায়। এ সময় কক্ষ থেকে মহিলার স্ব-হস্তে লিখিত মৃত্যুকালীন জবানবন্দী পুলিশ উদ্ধার করে। এতে লেখা রয়েছে, কন্যাসন্তানকে নিয়ে স্ব-ইচ্ছায় আমি আত্মহত্যা করলাম। এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পুলিশ প্রশাসনের সদস্যরা গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন। তাদের সাথে ছিলেন হাবড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান আনিস সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আত্বীয় স্বজন ও সকলের সম্মতি, অনুরোধ ও নাদাবীর ভিত্তিতে উর্দ্ধতন পুলিশ প্রশাসন লাশ দাফনের সম্মতি দিয়েছে। কারন জানতে চাইলে নিকটতম স্বজনরা জানায় লায়লার স্বামী মাহমুদুর রহমানের দুটি কিডনীই নষ্ট । বর্তমানে তার মূমূর্ষ অবস্থা । ডাক্তারী পরীক্ষায় স্বামীর এই অবস্থা জানার পর স্ত্রী লায়লা মুছড়ে পড়ে । বিদেশে গিয়ে কিডনী ট্রান্সফার করতে বহু অর্থের প্রয়োজন । যা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। এধরনের মানসিক অশান্তিতে শিক্ষিত লায়লা আত্মহননের পথ বেঝে নিয়েছে বলে জানায় স্বজন ও প্রতিবেশীরা । শয়নকক্ষের দরজা বন্ধ করে গলায় মাফলার পেচিয়ে প্রথমে শিশু মোনালিসাকে হত্যার করার পর ওড়নার ফাঁসে নিজে আত্মহত্যা করেন। শনিবার রাত ১১ টায় যোগাযোগ করলে পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম হত্যাকান্ড ও নিহতের মৃত্যুকালীন জবানবন্দীর সত্যতা নিশ্চিত করেছেন। রাত ১ টায় মা-মেয়ের লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
×