ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৮ মে ঢাকায় ‘পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৫, ৫ মে ২০১৬

৮ মে ঢাকায় ‘পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ৮ মে রাজধানীর বেইলী রোডে প্রায় ১০৬ কোটি টাকা ব্যায় নির্মিতব্য পার্বত্য ঐতিহ্যম-িত ‘পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স’ নামে একটি নান্দনিক ভবনের ভিত্তিফলক উন্মোচন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের উপনেতা ও শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক সৈয়দা সাজেদা চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রআম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এবং স্বাগত বক্তব্য রাখবেন মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। -বিজ্ঞপ্তি
×