ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুনীদের একচুল ছাড় দেয়া হবে না ॥ ইনু

প্রকাশিত: ০৬:২৩, ৩০ এপ্রিল ২০১৬

খুনীদের একচুল ছাড় দেয়া হবে  না ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৯ এপ্রিল ॥ ‘সাম্প্রতিক হত্যাকা-গুলো সরকারের ইশারাতেই হচ্ছে’ বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্যের জবাবে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘সরকার সারাদেশে মানুষের জানমালের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। কিন্তু দেশে এখনও কিছু ছিঁটেফোটা গুপ্তহত্যা ও অতর্কিত হামলার ঘটনা ঘটছে। যারা এসবের আশ্রয় নিচ্ছে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। বিএনপি-জামায়াতের ছাতার তলেই এসব গুপ্ত হত্যাকারী ও জঙ্গীদের আস্তানা।’ কুষ্টিয়া সার্কিট হাউসে শুক্রবার সকাল ১০টায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু এসব কথা বলেন। তিনি বলেন, ‘২১ আগস্ট শেখ হাসিনার হত্যা চেষ্টাকারী খুনী ও জঙ্গীদের পক্ষে যারা ওকালতি করে, এদের পৃষ্ঠপোষক, আশ্রয়দাতারা এবং তাদের রাজনৈকিত বন্ধুরা গুপ্ত হত্যার অপরাজনীতির সঙ্গে জড়িত। শেখ হাসিনার সরকার বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি বাতিল করে আইনের শাসন বাস্তবায়নের জন্য সকল অপরাধীকে আইনের আওতায় আনছে। জঙ্গীদের সঙ্গে নিজেদের সম্পর্ক আড়াল করতে বিএনপি এসব অপপ্রচার চালাচ্ছে।’ ইনু বলেন, খুনীদের একচুল ছাড় দেয়া হবে না। বেশিরভাগ মামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সরকার এত কঠোর যে তারা পিছু হঠতে বাধ্য হয়েছে। ‘বেগম খালেদা জিয়া জামায়াতে ইসলামী জঙ্গীদের সঙ্গে সম্পর্ক ছেদ না করা পর্যন্ত গুপ্ত হত্যার সঙ্গে তাদের সম্পর্ক সন্দেহের চোখে দেখব।’
×