ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রেকর্ড গড়লেন নাদাল

প্রকাশিত: ২২:৪৩, ২৫ এপ্রিল ২০১৬

রেকর্ড গড়লেন নাদাল

অনলাইন ডেস্ক ॥ ‘কিং অব ক্লে কোর্ট’ নামে পরিচিত তিনি। ক্লে কোর্টে তার অসাধারণ সাফল্য রয়েছে। আরও একবার সেই প্রমাণ দিলেন তিনি। কথা হচ্ছে স্পেনের তারকা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদালকে নিয়ে। নবমবারের মতো বার্সেলোনা ওপেন জিতে রেকর্ড গড়েছেন এই তারকা। ক্লে-কোর্টে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটিও এখন তার দখলে। রবিবার বার্সেলোনা ওপেনের ফাইনালে জাপানের কেই নিশিকোরিকে ৬-৪, ৭-৫ সেটে হারিয়েছেন নাদাল। নিশিকোরির সঙ্গে ১০ বারের মোকাবেলায় ৯ বারই জয় পেয়েছেন নাদাল। আর এদিনের শিরোপা জয়ের মধ্যে দিয়ে আর্জেন্টিনার সাবেক তারকা গিলেরমো ভিয়াসের ৪৯টি শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করলেন তিনি। গত বছর খুব একটা ভালো যায়নি সাবেক নম্বর ১ নাদালের। ব্যর্থতার বৃত্তেই বন্দি ছিলেন তিনি। তবে চলতি বছর আবারও স্বরূপে ফিরে আসতে শুরু করেছেন তিনি। গত সপ্তাহেই তিনি মন্টে কার্লো ওপেনের শিরোপাও জয় করেছেন। আর পরের সপ্তাহেই জয় করলেন বার্সেলোনা ওপেনের শিরোপা। ৯ বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন আগামী মাসে শুরু হতে যাওয়া এবারের আসরেও নিশ্চয়ই চমকপ্রদ কিছুই করবেন। তারই আভাস যেন তিনি দিচ্ছেন এ শিরোপা জয়ের মধ্যে দিয়ে।
×