ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে হরিণ শিকারের দায়ে ৬ জনের জেল

প্রকাশিত: ২১:০৫, ২৪ এপ্রিল ২০১৬

সুন্দরবনে হরিণ শিকারের দায়ে ৬ জনের জেল

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনে হরিণ শিকারের দায়ে ৬ ব্যক্তিকে ভ্রাম্যমান আদলত এক বছরের কারাদন্ড এবং ২০ হাজার টাকার জরিমানা করেছে। শনিবার রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অতুল মন্ডল ভ্রাম্যমান আদালত বসিয়ে এই দন্ডদেন। রবিবার তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সুন্দরবন পূর্ব বিভাগে হরিণ শিকারের দায়ে এটিই প্রথম ভ্রামমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া ঘটনা বলে জানান শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কামাল উদ্দিন আহম্মেদ। দন্ডপ্রাপ্তরা হলো, খুলনার দাকোপ উপজেলার পানখালি গ্রামের মো. নকিম উদ্দিন সরদারের ছেলে মো. জাফর সরদার (২৩), একই এলাকার সোহরাব মোল্লার ছেলে মো. আসিকুর মোল্লা (২৩) ও হাফিজুর মোল্লা (৩০), ইউনুস শেখের ছেলে রিপন শেখে (২৮), মোস্তক শেখের ছেলে শুকুর আলী শেখ (২৫) এবং হালিম শেখের ছেলে শামিম শেখ (২২)।
×