ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সঙ্গীত মেলা শুরু হচ্ছে আগামীকাল

প্রকাশিত: ০০:১৬, ২২ এপ্রিল ২০১৬

সঙ্গীত মেলা শুরু হচ্ছে আগামীকাল

স্টাফ রিপোর্টার ॥ সম্মিলিত সঙ্গীতশিল্পী সোসাইটির আয়োজনে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ‘সঙ্গীত মেলা ২০১৬’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিকেল ৪টায় আট দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আয়োজকসূত্রে জানাযায়, ৮ দিনের এই আয়োজনে বাংলা গানের অঙ্গনে অবদান রাখার জন্য ২৫ জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হবে। শতাধিক এ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। মেলা প্রাঙ্গনে আয়োজন করা হবে ২টি সেমিনার এবং ৪টি ওয়ার্কশপ। ৩০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা অবধি চলবে এ মেলা। আগত দর্শকদের বাংলা গানের ইতিহাস এবং বিবর্তন সম্পর্কে জানানোর জন্য তৈরি করা হবে ২০০ ফিট দীর্ঘ একটি টাইমলাইন বোর্ড, মেলা এবং শিল্পীদের সাথে দর্শকশ্রোতাদের স্মৃতি ধরে রাখার জন্য তৈরি করার হবে একটি সেলফি বোর্ড। মেলা প্রাঙ্গন পুরো ৮ দিনই থাকবে ফ্রি ওয়াই-ফাই জোনের আওতাভুক্ত। এছাড়া দেশের নানা প্রান্ত থেকে আগত বাউল শিল্পী, ব্যান্ড শিল্পীসহ শতাধিক শিল্পী পরিবেশন করবেন তাদের গান।
×