ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস বর্জন শুরু

প্রকাশিত: ০৫:৫৬, ২২ এপ্রিল ২০১৬

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস বর্জন শুরু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২১ এপ্রিল ॥ সেমিস্টার ড্রপ পদ্ধতি বাতিল ও ব্যাকলগ পদ্ধতি চালুর দাবিতে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছে। বুধবার থেকে এ কর্মসূচী শুরু করেছে। এদিকে বৃহস্পতিবার কলেজের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। দাবির সমর্থনে ফরিদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার সকালে কয়েকশ’ শিক্ষার্থী ক্লাস বর্জন করে শহরে বিক্ষোভ মিছিল করে। পরে বেলা সাড়ে ১০টার ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় দাবির সমর্থনে বক্তব্য দেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ, মুশফিকুর রহমান, আসিফ সাদিক, সাবিয়া তাবাসসুম, কাজী আশিক প্রমুখ। দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা মিছিল করে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নঈম মোহাম্মদ ছবুর বলেন, স্মারকলিপিটি অবিলম্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেয়া হবে। তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলা হবে। গত বুধবার থেকেই শিক্ষার্থীরা ক্লাস বর্জন করছে নিশ্চিত করে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। ব্যাকলগ পদ্ধতি গত তিন বছর আগে উঠে গেছে। আমি তাদের বুঝিয়ে ক্লাসে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
×